ভিডিও এডিটিং বিষয়টাকে আমরা অনেকেই বেশ ‘হ্যাপা’-র কাজ মনে করি, মনে করি প্রচুর ‘প্যারা’ খেতে হয় ভিডিও এডিট করার জন্য। অনেকেই মনে করি, এর জন্য প্রয়োজন ভালো ক্ষমতার ডেস্কটপ কিংবা ল্যাপটপ। সেই সাথে এটার মধ্যে ভালো সফটওয়্যারও ইন্সটল করে রাখা লাগবে ইত্যাদি ইত্যাদি! কিন্তু বিষয়টা আসলে মোটেই এমন নয়। এই আর্টিকেলে আমি আলোচনা করবো ভিডিও এডিটিং সম্পর্কে। ভিডিও এডিটিং কি, ভিডিও এডিটিং কিভাবে শিখব, ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার কী কী আছে ইত্যাদি নিয়ে আমাদের আলোচনা এগিয়ে যাবে সামনের দিকে।


ভিডিও এডিটিং কি?

Jared Nelson- এর মতে, Video editing is the process of piecing together video clips, images, and sounds to create a movie. অর্থাৎ, ভিডিও ক্লিপস, ছবি, অডিও ফাইল- এই সকল কিছু পাশাপাশি বসিয়ে যখন নতুন কোনো গল্প বলার উদ্দেশ্যে একটা নতুন ভিডিও তৈরি করা হয়, তখন সে প্রক্রিয়াকে ভিডিও এডিটিং বলে। এডোবি প্রিমিয়ার প্রো, ফিলমোরা- এমন কিছু সফটওয়্যার ভিডিও এডিটিং জগতে বেশ জনপ্রিয়।


ভিডিও এডিটিং কেন শিখব?

তোমার মনে হতেই পারে, “শুধু শুধু ভিডিও এডিটিং শেখার কি দরকার!” কিন্তু একটু লক্ষ্য করলে দেখবে, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে ভিডিও কন্টেন্ট এখন অবিচ্ছেদ্য অংশ। তাই, অন্তত চাকরির বাজারে এগিয়ে থাকতে হলেও ভিডিও এডিটিং শেখা জরুরি। নিচে এমন আরো কিছু কারণ উল্লেখ করা হলো যা তোমাকে ভিডিও এডিটিং শিখতে আগ্রহী করে তুলবে-


একটা ছবি হাজার কথা বলে, কিন্তু একটা ভিডিও বলে লাখো কথা! হ্যাঁ, তুমি যদি সঠিকভাবে একটা ভিডিও এডিট করতে পারো, তবে তার মধ্য দিয়ে তোমার কথাগুলো, ভাবনাগুলো খুব সহজেই আরো দশজনের কাছে, আরো ভালোভাবে পৌঁছে দিতে পারবে।


বর্তমানে ডিজিটাল ডিভাইস, যেমন ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোনের ব্যবহার বাড়ছে। ফলে খুব সহজেই তোমার বানানো ভিডিও কন্টেন্ট- তা হতে পারে শিক্ষামূলক, কিংবা তোমার ক্ষুদ্র ব্যবসার কোনো পণ্যের বিজ্ঞাপন- মানুষজনের কাছে পৌঁছাবে আরো দ্রুত।


কেবল একটা কম্পিউটার, অথবা হাতে থাকা স্মার্টফোন দিয়েই তুমি ভিডিও এডিটিং করতে পারো। যদিও তা হলিউড কোয়ালিটি হবে না, কিন্তু কাজ শুরু করার জন্য ঐটুকুই যথেষ্ট।




ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার

এমন অনেক ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার ইন্টারনেটে পাওয়া যায়, যা দিয়ে বেশ ভালোভাবেই ভিডিও এডিট করা সম্ভব। এমন কিছু ভিডিও এডিটিং সফটওয়ার হলো-